Activities

মানবাধিকার ও নতুন ফৌজদারি আইন বিষয়ক রাজ্য কর্মশালা

১৬ ও ১৭নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস-এর উদ্যোগে রাজ্য কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিনিধিরা 'মানবাধিকার ও নতুন ফৌজদারি আইন' বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালাতে অংশগ্রহণ করেন। সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, সভাপতি সৌম্য সেন,সহ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ,নভেন্দু পাল সহ উপস্থিত রাজ্য নেতৃত্ব কর্মশালা বিষয় ভিত্তিক আলোচনা করেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন সংগঠনিক জেলার কার্যকলাপ সংক্রান্ত রিপোর্ট প্রতিনিধিরা পেশ করেন।এছাড়াও সংগঠনের অন্যতম উপদেষ্টা ও কর্মশালার মুখ্য বক্তা সান্টু গুপ্ত মানবাধিকার আন্দোলন সংক্রান্ত বিষয়ে সামগ্রিক আলোচনা করেন।