মেদিনীপুরে কোতয়ালি মহিলা থানায় আন্দোলনকারী ছাত্রীদের উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি এবং ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধের দাবীতে ৫ই মার্চ কোতয়ালী থানা ও মেদিনীপুর পুলিশ সুপারের কাছে রাজ্য সহ-সভাপতি আইনজীবি গৌরাঙ্গ দেবনাথ এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মঙ্গল নায়েকের নেতৃত্বে দীপক বসু, অমল মল্লিক, আইনজীবী শ্রীদাম ঘোষ, আইনজীবী সাহেব মান্ডি ডেপুটেশন দেন।একই দাবীতে ৬ই মার্চ সিপিডিআরএস রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেনের নেতৃত্বে মল্লারিকা কুন্ডু ও সুজয় দাস সল্টলেকে রাজ্য মানবাধিকার কমিশনের দপ্তরের আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন ও দাবীপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন,রাজ্য মহিলা কমিশন, পশ্চিমবঙ্গ এসসি-এসটি কমিশনের চেয়ারম্যানের কাছেও সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।