শনি ও রবিবার ১৭ ও ১৮ মে, ২০২৫ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সারা রাজ্য থেকে নির্বাচিত দুই শতাধিক প্রতিনিধি সংগঠনের সাধারণ সভায় যোগদান করেন। এই সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কে শ্রীধর এবং প্রধান অতিথি বিশিষ্ট সমাজকর্মী সান্টু গুপ্ত। সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন সভা পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিআরএস সর্বভারতীয় সহসাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ ও রাজ্য সম্পাদক রাজকুমার বসাক।