শনিবার ৩০আগষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস কলকাতা জেলার উদ্যোগে অধিকারের গান শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিচারিকাদের জীবনের বাস্তবতা সংক্রান্ত বিষয়ে সিপিডিআরএস রাজ্য সোশ্যাল মিডিয়া সেলের তৈরী একটি তথ্যচিত্র প্রদর্শন হয়। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী বিপুল চক্রবর্তী,অনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীত গোষ্ঠী পিসিএআই সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সৌম্য সেন।