Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

SIR বিরোধী 'সারা বাংলা প্রতিবাদ দিবস' উপলক্ষে আলোচনা সভা

আজ ৬সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে SIR বিরোধী 'সারা বাংলা প্রতিবাদ দিবস' উপলক্ষে নৈহাটিতে আলোচনা সভা। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা সুজাত ভদ্র, এডিআর সংগঠনের শ্যামল গণ ,সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক এবং রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন। আলোচনা শেষে SIR সংক্রান্ত বিষয়ে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত বক্তাগণ সবিস্তারে আলোচনা করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এস‌আইআর বিরোধী কর্মসূচী পালিত হয়।