মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মানবিক উদ্যোগ। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো মানবাধিকার সংগঠন সিপিডিআরএস।এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বন্যা কবলিত বহু পরিবারের হাতে তোষক ও চাদর সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, রাজ্যসম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক মনোতোষ প্রামাণিক, জলপাইগুড়ি জেলার বিশিষ্ট বাচিক শিল্পী ও লেখক পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই উদ্যোগ সম্পর্কে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক বলেন "উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথেই আমাদের সংগঠনের কর্মীরা মানবিক প্রয়োজনে দুর্গত জনসাধারণের পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন জেলাগুলিতে ত্রাণ সংগ্রহ হয়।এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শনের কাজ চলে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বিবেচনা করে এখানে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়।" সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এমন মানবিক উদ্যোগে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে এখানে প্রায় অর্ধলক্ষ টাকার ত্রাণ বন্টন করা হয়েছে।